Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু মারা গেছেন

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডকটম ডেস্ক :: আলোচিত পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু আজ রোববার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
বেলা ১২টার দিকে রাজশাহী কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পিন্টু রাজশাহী কারাগারে বন্দি ছিলেন। রাজশাহী কারাগারের কারারক্ষী রাসেল হোসেন জানান, রোববার বেলা ১২টা ৫ মিনিটে কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন পিন্টু। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় ওই বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় করা হত্যা মামলায় পিন্টুকেও আসামি করা হয়। ওই মামলার রায়ে ২০১৩ সালের ৫ নভেম্বর পিন্টুসহ ১৫২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন রাজধানীর লালবাগের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত।

Exit mobile version