Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদকে স্মরণ

যুক্তরাজ্য প্রতিনিধি::বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বাংলার ভাষা আন্দোলন সহ বাংলার স্বাধিকার আন্দুলন সংগ্রামের অগ্রজ বঙ্গবন্ধুর অত্যান্ত ঘনিষ্ট সহচর ভাটিঁ বাংলার সিংহ পুরুষ আব্দুস সামাদ আজাদের একাদশ মৃত্যু বাষিকী উপলক্ষ্যে মঙ্গলবার গ্রেটার ম্যানচেষ্টার সেচ্ছাসেবকলীগ ও আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদ(ফাউন্ডেশন) গ্রেটার ম্যানচেষ্টার আয়োজন করে এক স্বরণ সভা ও দোয়া মাহফিল।

সংগঠনের সভাপতি আমিনুল হক ওয়েছের সভাপতিত্বে এবং মনোহর আলী কামাল ও রুরহল আমিন রুহেলের যৌত পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের সভাপতি জনাব সুরাবুর রহমান, সৈয়দ আবুল হোসেনের কোর আন তিলাওয়ার মধ্য দিয়ে অনুষ্টান শুরুহয়, একমিনিট নিরবতা পালন শেষে মরহুমের আত্বজীবনী নিয়ে আলোচনা করেন গ্রেটার ম্যানচেষ্টার আওয়মীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফা, যুগ্ম সাধারান সম্পাদক রুহুল আমিন রুহেল, বীর মুক্তি যোদ্ধা ডাঃ নজরুল ইসলাম,গৌছ মিয়া, রুহুল আমিন চৌধুরী মামুন, ডি এন কোরেশী, শেকুল ইসলাম, গাউছুল ইমাম চৌধুরী সুজন, সুরুক মিয়া, মঈন আহমদ লিটন, গ্রেটার ম্যানচেষ্টার যুবলীগ সভাপতি ছামছু মিয়া, সাধারন সম্পাদক কাউছার আহমদ,ছুরত মিয়া, ছাব্বির আহমদ, মুহিবুর রহমান, নানু মিয়া, কাজল মিয়া, মোঃ করিম প্রমুখও। বকÍাগন মরহুম জননেতার বিড়াট কম জীবনের উপর আলোচনা করেন এবং তার স্মুষ্টি রাজনীর কলা কৌশল নিয়ে আলোচনা করেন। বক্তাগন বলেন তিনি শুধু একজন ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন একটি প্রতিষ্টান তার রাজনৈতিক জীবনের ইতিহাস অনেক লম্বা সেই ভাটির প্রত্বান্ত অঞ্চল থেকে জাতী সংসদ পযন্ত যাবার অনেক লম্বা কথা বলে শেষ করারা মত নয়। সবাই তার বিদেহেী আত্বার মাগফিরাত কামনা করেন উক্ত অনুষ্টানে দোয়া পরিচলনা করেন মৌলানা লিয়াকত আলী।

Exit mobile version