1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

রসুলপুর মাদ্রাসা কেন্দ্র ও উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্রের দারুল কিরাতের বিদায়ী অনুষ্টান সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
রঈসুল কোররা, ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসীন, সুলতানুল আরিফীন হজরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, শাখা কেন্দ্রঃ রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, চিলাউড়া,জগন্নাথপুর, সুনামগঞ্জের সমাপনী দিনে কেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে কেন্দ্রের ছাত্রছাত্রী ও ক্বারী-ক্বারিয়াদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
গতকাল মঙ্গলবার  বেলা ২ ঘটিকায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মোঃ মছদ্দর মিয়ার সভাপতিত্বে ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র পরিচালনা কমিটির নাজিম আবুল হাশিম ডালিম এর পরিচালনায় ছাত্রছাত্রী ও ক্বারী-ক্বারিয়াদের বিদায়ী অনুষ্টান উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণী,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন অত্র কেন্দ্রের রাবে জামাতে ছাত্র মোঃ ইব্রাহিম আহমদ, খামিছ জামাতে ছাত্র মহিবুর রহমান ঝিনুক, হামদ ও নাত পরিবেশন করে অত্র কেন্দ্রের ছালিছ জামাতে ছাত্রী মরিয়ম সুলতানা নুরি, হজরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর শানে মুর্ছিয়া পেশ করে অত্র কেন্দ্রের খামিছ জামাতের ছাত্রী সাদিয়া বেগম।বিদায়ী অনুস্টানের আলোচনা সভায় বক্তব্য রাখেন রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রধান ক্বারী মাওঃ আরশ আলী, কেন্দ্রের সহ-ক্বারী, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওঃ গাজী তাজুল ইসলাম, বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমদ, কেন্দ্রের সহ-ক্বারী মাওঃ আব্দুল মান্নান জিহাদী, কেন্দ্রের সহ-ক্বারী, রসুলপুর জামে মসজিদের ইমাম মাওঃ আলী হোসেন সুয়েজ, কেন্দ্র পরিচালনা কমিটির সহ-নাজিম সাব্বির আহমদ, কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য তোতা মিয়া, ফজল খান, ছাব্বির খান প্রমুখ।উপস্থিত ছিলেন অত্র কেন্দ্রের আজীবন দাতা সদস্য স্পেন প্রবাসী আফরোজ মিয়া পাকু, কেন্দ্র পরিচালনা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য রাহিম আলী, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আমজদ খান, গুলজার মিয়া, জামাল উদ্দিন, কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য আলতাব খান, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের ক্বারী হাফিজ নুর উদ্দিন, ক্বারী হুমাউন কবির খান, ক্বারী জাহেদ আহমদ, ক্বারিয়া ফাতেমা আক্তার, ক্বারিয়া তানিয়া আক্তার, ক্বারিয়া তাসলিমা খানম, ক্বারীয়া তাহমিনা খানম, ক্বারীয়া জুলফা আক্তার, অত্র মাদ্রাসার শিক্ষক শুয়েবুর রহমান সহ এলাকার আরও অনেকে। বিদায়ী অনুষ্টানে জামাতে সুরা থেকে জামাতে খামিস পর্যন্ত কোরআন মজিদ, তাজবীদ ও কিরাত, হামদ ও নাত প্রতিযোগিতায় এবং পরিক্ষায় সকল ছাত্রছাত্রীরা ১ম, ২য, ৩য় স্থান অধিকার করেছে তাদের কে অত্র কেন্দ্র পরিচালনা কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। কেন্দ্রের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রধান ক্বারী মাওঃ আরশ আলী সহ কেন্দ্রের ক্বারী-ক্বারীয়াদের, কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মছদ্দর মিয়া, নাজিম আবুল হাশিম ডালিম সহ কমিটির সকল সদস্যদের কে সম্মানন প্রধান করা হয়েছে। মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়েছে। মিলাদ পরিচালনা করেন ক্বারী মাওঃ আব্দুল মান্নান, দোয়া পরিচালনা করেন অত্র কেন্দ্রের প্রধান ক্বারী মাওঃ আরশ আলী। দোয়াতে এলাকার মুর্দেগানদের জন্যে, কেন্দ্রের ছাত্রছাত্রী, ক্বারী-ক্বারীয়া, কমিটির সকলের জন্যে এবং দারুল কিরাতের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর জন্যে মহান আল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করা হয়েছে।
এদিকে আজ ২৭ রামাদ্বান ১৪৪৪ হিজরী ১৯ এপ্রিল ২০২৪ ইংরেজী রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, শাখা কেন্দ্রঃ উত্তর রসুলপুর জামে মসজিদ, চিলাউড়া,জগন্নাথপুর, সুনামগঞ্জ কেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে বিদায়ী অনুষ্টান উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, মিলাদ ও দোয়া মাহফিল দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্র পরিচালনা কমিটির সহ-নাজিম হাজী ফজলু মিয়ার সভাপতিত্বে ও কেন্দ্রের সহ-ক্বারী, উত্তর রসুলপুর জামে মসজিদের ইমাম মাওঃ লায়েক আহমদ লতিফির পরিচালনায় অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ছানি জামাতের ছাত্র ইয়াসীন আহমেদ দিনমান, শুভরাজ রহমান, হামদ ও নাত পরিবেশন করেন অত্র কেন্দ্রের ছানী জামাতের ছাত্রী নাছিমা আক্তার, দলীয় সংগীত পরিবেশন করে ছানি জামাতের ছাত্রী মেরাজুন নাহার নূহা ও তারদল। হজরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) শানে মুর্ছিয়া পরিবেশন করে অত্র কেন্দ্রের ক্বারী মাওঃ লায়েক আহমদ লতিফী । বক্তব্য রাখেন দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, উত্তর রসুলপুর কেন্দ্র পরিচালনা কমিটির নাজিম আবুল হাশিম ডালিম, উত্তর রসুলপুর অত্র কেন্দ্রের প্রধান ক্বারী আবু বক্কর সিদ্দিক,  অত্র কেন্দ্রের সহ-ক্বারী ও উত্তর রসুলপুর জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ মোঃ সুমন খান, অত্র কেন্দ্রের সহ-ক্বারী মোঃ শিমুল আহমদ, অত্র কেন্দ্রের সহ-ক্বারী মোঃ মোজাহিদ আলী প্রমুখ। উপস্থিত ছিলেন কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য আব্দুল হামিদ, ইউনুছ খান, আইছ মিয়া, উত্তর রসুলপুর গ্রামের মধু মিয়া, দরছ মিয়া, তুরন মিয়া, সাজুর মিয়া, হেমেল মিয়া, হাফিজ মেহের সিদ্দিক, সহ এলাকার আরও অনেকে। বিদায়ী অনুষ্টানে জামাতে সুরা থেকে জামাতে ছানী পর্যন্ত কোরআন মজিদ, তাজবীদ, কিরাত, হামদ ও নাতে এবং পরিক্ষায় সে সমস্ত ছাত্র-ছাত্রীরা ১ম, ২য, ৩য় স্থান অধিকার করেছে তাদের কে অত্র কেন্দ্র পরিচালনা কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। কেন্দ্রের ছাত্রছাত্রী পক্ষ থেকে প্রধান ক্বারী আবু বক্কর সিদ্দিক সহ, কেন্দ্রের সকল  ক্বারীদের, কেন্দ্র পরিচালনা কমিটির নাজিম আবুল হাশিম ডালিম, সহ-নাজিম হাজী ফজলু মিয়া কে সম্মাননা প্রধান করা হয়েছে। মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়েছে। মিলাদ পরিচালনা করেন উত্তর রসুলপুর জামে মসজিদের মোয়াজ্জিন ক্বারী হাফিজ সুমন খান , দোয়া পরিচালনা করেন অত্র কেন্দ্রের সহ-ক্বারী উত্তর রসুলপুর জামে মসজিদের ইমাম মাওঃ লায়েক আহমদ লতিফী,  দোয়াতে এলাকার সকলের জন্যে বিশেষ করে মুর্দেগানদের জন্যে, কেন্দ্রের ছাত্রছাত্রী, ক্বারীদের জন্যে , কমিটির সকলের জন্যে এবং দারুল কিরাতের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর জন্যে মহান আল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com