Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রাজশাহীতে বজ্রপাতে দুইজন নিহত-২

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজশাহীর তানোরে বজ্রপাতে পৃথক স্থানে এক কৃষক ও এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের দুবাইল পূর্বপাড়া গ্রামে ও কামারগাঁও ইউনিয়নের বাতাসপুর গ্রামে মাঠে এ ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- কৃষক আনসার আলী (২৯) উপজেলার কামারগাঁও ইউনিয়নের বাতাসপুর গ্রামের লোকমান আলীর ছেলে ও কিশোর সোহাগ আলী (১৫) একই উপজেলার দুবাইল পূর্বপাড়া গ্রামের শামসুদ্দিন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার দুবাইল পূর্বপাড়া গ্রামের গভীর নলকূপের (ডিপ) ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহাগ আলী মারা যায়।

বজ্রপাতে আহতরা হলেন- অনিল চন্দ্র সাহার ছেলে আনন্দ কুমার সাহা (৩১) ও একই এলাকার হিরেন চন্দ্র সাহার ছেলে লিটন চন্দ্র সাহা (২৮)।

অন্যদিকে একই সময়ে উপজেলার কামারগাঁও ইউনিয়নের বাতাসপুর গ্রামে মাঠে ধানকাটার সময় বজ্রপাত হলে আনসার আলী নামে এক কৃষক গুরুতর আহত হন।পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আহত হন অপর দুই কৃষক।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপসহকারী প্রকৌশলী এনামুল হক বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় বজ্রপাতে নিহত ওই দুই পরিবারকে ৪০ হাজার টাকা অনুদান দেয়া হবে।

Exit mobile version