1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

রাতে মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

এশিয়া কাপের ফাইনাল খেলতে জয় বাদে উপায় নেই বাংলাদেশের। সুপার ফোরের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত লিটন দাসের দলের। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শুরু হবে।

 

ভারতের কাছে হারের পর ফাইনালে যাওয়ার সমীকরণটা বেশ পরিষ্কার বাংলাদেশের সামনে। শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতেই হবে দলকে। সেটা হলে কোনো ধরনের হিসাব-নিকাশ ছাড়াই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হয়ে যাবে বাংলাদেশ। আর যদি টাইগাররা হারে তাহলে ফাইনালে ভারত প্রতিপক্ষ হিসেবে পাবে পাকিস্তানকে।

অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশের একাদশে নিশ্চিতভাবেই থাকবে একাধিক পরিবর্তন। ইএসপিএনক্রিকইনফোর সূত্রমতে, পাকিস্তান ম্যাচ খেলবেন লিটন দাস। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে তানজিদ তামিমের। গত দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি। এছাড়া একাদশে দেখা যেতে পারে শেখ মাহেদীকেও।

 

এখন পর্যন্ত ২৫ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে মাত্র ৫ বার পাকিস্তানদের হারাতে পেরেছে টাইগাররা। এশিয়া কাপে ১৫ দেখায় মাত্র ২ জয়।

তবে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ২০২৪ থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৮ ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যার মধ্যে জয়-হার সমান ৪টি করে। ২ ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পাশাপাশি আছে হোমে টি-টোয়েন্টি সিরিজ জয়।

 

সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে টফি। দর্শকরা টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস) ব্যবহার করে মোবাইলে ম্যাচটি উপভোগ করতে হবে। এ ছাড়া টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস)-এর মাধ্যমেও ম্যাচটি দেখা যাবে।

সূত্র কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com