Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রানীগঞ্জের বাঘময়না ও গন্ধবপুর গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আজ সমঝোতা বৈঠক

রানীগঞ্জ ইউনিয়ন প্রতিনিধি:: রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর ও বাঘময়না গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আজ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হবে। রানীগঞ্জ বাজারে সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। জানা গেছে, বাঘময়না গ্রামের ছালেহ আহমদ ও গন্ধবপুর গ্রামের মাসুক মিয়ার মধ্যে পারিবারিক বিরোধের জের ধরে শনিবার এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এঘটনায় উপজেলার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নের্তৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সমঝোতার উদ্যোগ নেন। যার প্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমলে হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তাসহ এলাকার জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন সালিসবৈঠকে থাকা সালিসী ব্যক্তিগন উপস্থিত থাকবেন।

Exit mobile version