স্টাফ রিপোর্টার;;
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পরিষদ উপনির্বাচনকে সামনে রেখে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।
এসময় রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন