Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রানীগঞ্জে কুশিয়ারা নদী থেকে একটি চক্র অবাধে বালু উত্তোলন করছে

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরের কুশিয়ারা নদী থেকে অবাধে চলছে বালু উত্তোলন। পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জে কুশিয়ারা নদীতে যখন সিলেট বিভাবের বৃহত্তর সেতু নির্মাণ কাজ চলছে ঠিক সেই সময় একটি অসাধু চক্র সেতু এলাকায় কুশিয়ারা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। স্থানীয় বাসিন্দারা জানান, রানীগঞ্জের প্রভাবশারী ব্যক্তি প্রশাসনকে ম্যানেজ করে গত কয়েকদিন ধরে বালু উত্তোলন করলে প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। ওই সব বালু মজুদ করে বিক্রি করার জন্য উত্তোলন করা হচ্ছে। সরকারি কোন অনুমোদন ছাড়াই ফিষ্টাইলে বালু উত্তোলন করায় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এব্যাপারে যোগাযোগ করা হলে রানীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জানান,আমি রানীগঞ্জ থেকে বদলী হয়েছি। তাই এবিষয়ে কিছু বলতে পারছি না। নতুন তহশিলদার যোগদান করলে তিনি বলতে পারবেন।

Exit mobile version