Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রানীগঞ্জ ইউনিয়নে নৌকার মাঝি রানা নেতাকমীদের মধ্যে অসন্তোষ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার ৬ নং রানীগঞ্জ ইউনিয়নে নৌকার মাঝি হলেন সাবেক মেম্বার শহিদুল ইসলাম রানা। অবশেষে আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য তাকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নে নৌকার প্রার্থীতা আগেই ঘোষনা হয়েছিল। গতকাল রানীগঞ্জ ইউনিয়নের প্রার্থীতা কেন্দ্র থেকে ঘোষনা করা হয়। এদিকে শহিদুল ইসলাম রা্না আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তাঁর চেয়ে অনেক জনপ্রিয় প্রার্থীদের নৌকা না দিয়ে কম জনপ্রিয় প্রার্থী রানার নৌকা পাওয়ার বিষয়টি নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না। প্রবীণ এক আওয়ামীলীগ নেতা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান,তিনি যে আওয়ামীলীগ করেন তা আমরা জানিনা না, শুনেছি এক নেতার আত্বীয় হিসেবে তিনি নৌকা পেয়েছেন। এধরনের প্রার্থী নিয়ে বিজয়ী হওয়া কষ্টকর।
উল্লেখ্য এইউনিয়নে আওয়ামীলীগ নেতা বর্তমান চেয়ারম্যান মজলুল হক, সাবেক চেয়ারম্যান আ্রব্দুল হাফিজ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে মাঠে তৎপর ছিলেন। নৌকা না পেলেও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মজলুল হক ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাফিজ নির্বাচন করবেন বলে তাদের একটি ঘনিষ্ট সূত্র জানিয়েছেন।

Exit mobile version