1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রানীগঞ্জ ইউনিয়নে নৌকার মাঝি কে হচ্ছেন ? - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন

রানীগঞ্জ ইউনিয়নে নৌকার মাঝি কে হচ্ছেন ?

  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬
  • ৩২৪ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে কে হচ্ছেন নৌকার মাঝি এ নিয়ে পুরো ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা চলছে। উপজেলার ছয়টি ইউনিয়নের নৌকার মাঝি নির্ধারন হলেও রানীগঞ্জ ইউনিয়নের ক্ষমতাসীনদল আওয়ামীলীগের নৌকার মাঝি এখনো নির্ধারন না হওয়া সবাই অপেক্ষার প্রহর গুনছেন কে পাচ্ছেন আওয়ামীলীগের নৌকা। উপজেলার আট ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশী জনসংখ্যা অধ্যুষিত রানীগঞ্জ ইউনিয়নে এবার ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে ইউনিয়নবাসীর মধ্যে আগ্রহের অন্ত নেই। তৃণমুল থেকে তিন জন চেয়ারম্যান প্রার্থীর নাম গেলেও ইউনিয়নের আরো দুই হ্যাভিয়েট প্রার্থী রয়েছেন এ তালিকার বাহিরে। যদিও এই দুই হ্যাভিয়েট প্রার্থী নৌকা না পেলেও স্বতন্ত্র নির্বাচন করতে পারেন বলে আলোচনা রয়েছে। অপরদিকে তৃণমুলের পাঠানো তিন নাম নিয়েও আওয়ামীলীগের নেতাকর্মীরা খুশি হতে পারেননি। জানা গেছে,ইউনিয়ন আওয়ামীলীগ,উপজেলা আওয়ামীলীগ ও জেলা আওয়ামীলীগ থেকে রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুন্দর আলী, সাধারণ সম্পাদক গত নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয়স্থানে থাকা ছদরুল ইসলাম ও শহিদুল ইসলাম রানা মেম্বার এর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। বাদ পড়েছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মজলুল হক, সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল হাফিজ। অতি সম্প্রতি উপজেলার ছয় ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী চুড়ান্ত হলেও রানীগঞ্জ ইউনিয়নের প্রার্থীতা আটকে যায়। অভিযোগ উঠেছে তৃনমুলের পাঠানো প্রার্থী তালিকার বিষয়ে কেন্দ্রে এক প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে তা চুড়ান্ত করা হয়নি। তবে বুধবার তা নির্ধারন করা হবে বলে জানা গেছে। রানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী মোতাহির মিয়া বলেন, উপজেলার ছয়টি ইউনিয়নের নৌকার প্রার্থী ঠিক হলেও আমাদের ইউনিয়নের প্রার্থীতা চুড়ান্ত না হওয়ায় আমরা চিন্তিত। যোগ্য মাঝি না পেলে নৌকা বিজয় কঠিন হবে বলেও তিনি মন্তব্য করেন। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান মজলুল হক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,আমি নির্বাচন করার জন্য প্রস্তুত। ইতিমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। অাশা করেছিলাম নৌকা নিয়ে নির্বাচন করব। নৌকা না পেলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিব। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা রেজাউল করিম রিজু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, রানীগঞ্জ ইউনিয়নের প্রার্থীতা বিষয়ে আজ কোন সিদ্ধান্ত হয়নি। আগামীকাল তা নির্ধারন হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com