Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রানীগঞ্জ কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের সভায় মুক্তাদীর আহমদ-মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ এই বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের ঠাঁই হতে পারে না

মিছলুর রহমান রানীগঞ্জ কলেজ থেকে:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ কলেজের ওরিয়েন্টেশন ক্লাস শনিবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কলেজের নবাগত শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এক সভা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরের সভাপতিত্বে ও মিছলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,বিশেষ অতিথি হিসেবে ডিজিটাল ক্লাস উপস্থাপন করেন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য হাজী মকবুল হোসেন,কলেজের গর্ভনিং বডির সদস্য মুক্তার হোসেন,আজীবন দাতা সদস্য চান মিয়া, গোলাম আহমদ,অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক দীপু কুমার গোপ,আবু খালেদ,মিজান আহমদ,লিটন চন্দ্র দাশ,সাজ্জাদ আলী, ইমরান আলী, যুব নেতা নিজাম উদ্দিন জালালী,হুমায়ুন আহমদ তালুকদার,মডেল সোসাইটির সভাপতি আল আমিন,দুরন্ত ক্লাবের অর্থ সম্পাদক শাহিন আহমদ,দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী পারভেজ আহমদ,একাদশ শ্রেণীর শিক্ষার্থী তোফায়েল আহমদ।কুরআন তেলোওয়াত করেন একাদশে শ্রেণীর ছাত্রী সাকলী আক্তার। সভায় সঙ্গীত পরিবেশন করেন একাদশ শ্রেণীর ছাত্র আবু ছালাপ ফরহাদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেন, শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হিসেবে মানবতার কল্যাণে দেশপ্রেমে আত্মনিয়োগ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ এই বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের ঠাঁই হতে পারে না। তিনি সকল প্রকার অনাচারের বিরুদ্ধে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন,ইসলামের নাম ব্যবহার করে জঙ্গিবাদ, সন্ত্রাস যারা করতে চায় সেই সব বিপথগামীদেরকে ফিরিয়ে আনতে হবে। কারণ ইসলাম শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান নেই। যারা এসব কাজ করছে এরা ইসলামের শত্রু। তাদেরকে প্রতিহত করতে হবে।

Exit mobile version