Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রানীগঞ্জ গণহত্যা দিবস পালিত

সিন্ধুমনি সরকার রানীগঞ্জ থেকে :: জগন্নাথপুর ‍উপজেলার রানীগঞ্জ গনহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোঃ আজিজুল ইসলাম (রাহুল) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কাসেম আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ সুন্দর আলী, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, রানীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নিশিকান্ত রায়,অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাব এর উপদেষ্টা হাজী আব্দুল খালিক, দাতা সদস্য, মোঃ মুক্তার মিয়া, মোঃ ছালেহ আহমদ, দিদার আহমদ সুমন, ডাঃ ছদরুল ইসলাম, মাওঃ নিজাম উদ্দিন জালালী, উপদেষ্টা সদস্য, রাজীব তালুকদার,সংগঠনের প্রতিষ্টাতা সহ-সাধারন সম্পাদক সৈয়দ মহসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক, মোঃ ছাদিকুর রহমান ছাদিক, নির্বাহী সদস্য¨ মিঠুন রায় প্রমুখ।
সভায় শহীদের স্মরনে এক মিনিট নীরবতা পালন ও শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন বলেন, শ্রীরামসি ও রানীগঞ্জ গনহত্যা একই সূত্রে গাথা পাক বাহিনীর বর্বরচিত্র। ৭১ সালে পাক বাহিনী রানীগঞ্জ ও শ্রীরামসিতে যে বর্বরতা করেছে তা ইতিহাস হয়ে আছে বাঙ্গালির হৃদয়ে। তিনি রানীগঞ্জ ও শ্রীরামসি গনহত্যার শহীদের শ্রদ্ধার সাথে স্মরন করে বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তাদেরকে বর্তমান সরকার যথাযথ মর্যাদায় স্মরন করছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

Exit mobile version