Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রোজা না রাখার দায়ে ধুমপায়ীকে কারাদণ্ড

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রমজানে প্রকাশ্যে ধুমপান করার কারণে তিউনিসিয়ায় এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

‘পাবলিক প্লেসে অভদ্র আচরণের’ দায়ে ওই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। ঘটনাটি ঘটেছে তিউনিসিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিজের্তে শহরে।

রমজান মাসেও যেন প্রকাশ্যে পানি পান ও খাওয়া-দাওয়া করা যায় এই দাবি আদায়ে রোববার বহু মানুষ রাজধানী তিউনিসিয়ায় বিক্ষোভ করে।

এসময় এক ব্যক্তিকে দেখা যায় তিনি সিগারেট হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছেন। প্ল্যাকার্ডটিতে লেখা ছিল- “যদি তুমি রোজা রাখো, আর আমি খাই-তাতে কেন তোমার সমস্যা হবে?” ‘পাবলিক প্লেসে অভদ্র আচরণের’ দায়ে ওই বিক্ষোভকারীকে এক মাসের কারাদণ্ড দেয় দেশটির আদালত।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, আদালতের এমন রায় ব্যক্তিগত স্বাধীনতাকে ‘চরমভাবে ক্ষুণ্ণ’ করেছে।

প্রায় দুই সপ্তাহ আগেও জনসম্মুখে খাওয়ার জন্য চার ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত।

অ্যামনেস্টির ভাষ্য, রমজান মাসে প্রকাশ্যে খাওয়া যাবে না বা ধুমপান করা যাবে না, এমন কোনো আইন তিউনিসিয়ায় নেই। প্রত্যেকের অধিকার আছে তাদের নিজ নিজ ধর্মবিশ্বাস মেনে জীবন যাপন করার।

Exit mobile version