Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রোহিঙ্গাদের উপর গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে হিন্দু সমাজের মানববন্ধন ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সচেতন হিন্দু সমাজ জগন্নাথপুরের উদ্যোগে স্থানীয় পৌর পয়েন্টে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সচেতন হিন্দু সমাজ জগন্নাথপুর উপজেলা শাখার নেতা সাংবাদিক অমিত দেব এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা কেন্দ্রীয় পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শশী কান্ত গোপের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাশিম,


অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী,সেক্রেটারী প্রনব কুমার বণিক,সাংগঠনিক সম্পাদক বিভাস দেব,জগন্নাথপুর পৌর পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী হীরা মোহন দে, শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সেন, বাসুদেববাড়ি আনন্দময়ী পূজা কমিটির সভাপতি মিন্টুর ঞ্জন ধর, সেক্রেটারী কাজল বণিক, শিক্ষক অধির বৈদ্য, কেন্দ্রীয় পূজা কমিটির নেতা অরূপ সরকার, পৌর যুবলীগ নেতা সুজিত কুমার দেব,উপজেলা ছাত্রলীগ নেতা সঞ্জিব রায় দুর্জয়, আনন্দময়ী পূজা কমিটি নেতা মান্না বণিক প্রমুখ সভায় বক্তরা মিয়ানমারা রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে মিয়ানমারের নেত্রী অং সাং সূচির নোবেল পুরস্কার বাতিল করে রোহিঙ্গা শরনার্থীদের পাশে সরকারের পাশাপাশি বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সভায় রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় বিশেষ ভূমিকা পালন করায় জননেত্রী শেখ হাসিনাকে শান্তিতে নোবেল প্রদানের দাবি জানান।

Exit mobile version