Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রোহিঙ্গাদের সহায়তায় এক মাসের সম্মানী ভাতা দিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা

মিয়ানমার সেনাবাহিনির নির্যাতনে সেখান থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা মুসলিমদের সহায়তায় সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা তাঁদের এক মাসের সম্মানীভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। এই সহায়তার পরিমাণ পাঁচ লাখ ৫৪ হাজার টাকা।
জেলা পরিষদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জেলা পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ তারিক হাসান দাউদ উল্লেখ করেন, মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে কয়েক লাখ রোহিঙ্গা লোকজন বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। তারা মানবেতর জীবন যাপন করছেন। বাংলাদেশ সরকার ও বিশ্বের বিভিন্ন দেশ তাদের সহায়তা করছেন। এ সময় তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্যদের এক মাসের সম্মানীভাতা রোহিঙ্গাদের সহায়তায় প্রদানের প্রস্তাব করলে
সর্বসম্মতিক্রমে তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট জানান, আমরা এই মানবিক প্রস্তাবকে সর্বসম্মতিক্রমে সাধুবাদ জানিয়ে সেটি গ্রহণ করি। শিগগিরই এই সহায়তার টাকা রোহিঙ্গাদের কাছে পাঠানো হবে। প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version