Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রৌদের রাজত্বে কাবু জগন্নাথপুরের মানুষ

স্টাফ রিপোর্টার:: গত কয়েকদিনের টানা গরমে স্থবিরতা দেখা দিয়েছে জগন্নাথপুর উপজেলাবাসীর জনজীবনে। সর্বত্র প্রচন্ড গরম আর প্রখর রোদের তীব্রতার কারণে মানুষ অস্বস্থিতে রয়েছেন। ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাসফাস করছেন জগ্ন্নাথপুরের মানুষ। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই । শ্রমজীবি মানুষের অবস্থা আরো করুণ। ব্যবসা বাণ্যিজ্য ও অফিসপাড়ায় কাজে স্থবিরতা দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুতের লোকোচুরি খেলা। শুক্রবার রাতে হালকা বাতাসের দেখা মিললেও বৃষ্টির দেখা মিলেনি। আজকের রোদ্রের তীব্রতা আবারও মানুষকে কষ্টে ফেলে দিয়েছে। বিশেষ করে প্রচন্ড গরমের কারণে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়েছেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,গত কয়েকদিনের প্রচন্ড গরমে হাসপাতালে শিশুরোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন প্রচুর শিশুরোগী হাসপাতালে আসছেন এবং ভতি হচ্ছেন। তীব্র গরমের কারণে স্যালাইন, ডাব,আইসক্রিম ও ঠান্ডা পানীয়ের চাহিদা বেড়েছে। আশ্বিন মাসে এরকম রৌ্দ্রের রাজত্ব মানুষকে দুভোর্গে ফেলে দিয়েছে। কাবু করে ফেলেছে জগন্নাথপুরের মানুষজনকে। প্রকৃতির বিরূপ প্রভাব মানুষের জীবনকে তটস্থ করে তুলছে। বৃষ্ঠির অপেক্ষায় চলছে প্রার্থনা।

Exit mobile version