Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রৌয়াইল ফ্রেন্ডস ক্লাবের ঈদবস্ত্র বিতরনী সভায় ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ-সামাজিক ও মানবিক মূল্যবোধ কে জাগ্রত করে তরুণদেরকে কাজ করতে হবে

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ঈদ উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে সোমবার বিকেলে রৌয়াইল উচ্চ বিদ্যালয় মাঠে এক সভা সভায় সংগঠনের সভাপতি আফরাফুজামান বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব লকুছের এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী নুরুল ইসলাম,রৌয়াইল উচ্চ বিদ্যালয়েল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজী দিল সুন্দর মায়া,সমাজসেবক আব্দুল ওয়াদুদ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম, ইউপি সদস্য নাজমুল হক,রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহানশাহ, রৌয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাচ্ছু মিয়া,অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,সাইদুল হক,দিলীপ কুমার দাশ,সংগঠনের সহ-সভাপতি মাহবুব হোসেন মিটু,মঞ্জুরুল হাসান দুলন, মকবুল ইসলাম,শিপন মিয়া, আবুল কাশেম, কামরুল হাছান,সাজিদুর রহমান তুহিন, প্রবাসী মিনহাজ মনজু, তৈয়বুর রহমান মিঠু,সুমন মিয়া,এমরান হোসেন,সবুজ মিয়া,মিসবা আহমদ,মিটু মিয়া,তোফায়েল আহমদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেন,সামজিক দায়বদ্ধতা থেকে রৌয়াইল গ্রামের তরুণরা যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আলোকিত সমাজ গঠনে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। গড়ে তুলতে হবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। তিনি ফ্রেন্ডস ক্লাবের সাথে জড়িতদের ধন্যবাদ জানিয়ে বলেন, এধরনের সামাজিক ও মানবিক মুল্যবোধের কাজে বেশী করে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। পরে এলাকার দেড় শতাধিক দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপলক্ষে শাড়ী,লুঙ্গি বিতরণ করা হয়।

Exit mobile version