Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

র‌্যাবের ‘নিখোঁজ’ তালিকায় থাকা মাধবপুরের ইমন বাড়ি ফিরেছে

মাধবপুর প্রতিনিধি-১ মাস ১৬ দিন পর বাড়ি ফিরেছে র‌্যাবের নিখোঁজ তালিকায় থাকা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামের শিশু নাহিদুল ইসলাম ইমন (১৩)।

ইমন বি-বাড়িয়া পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। বি-বাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা গ্রামে নানার বাসায় থেকেই লেখাপড়া করত সে। তার নানার নাম মৃত তাজুল ইসলাম।

গত ২৮ মে বিদ্যালয় থেকে নিখোঁজ হয় ইমন। অনেক খোঁজাখুঁজির পর তার কোন সন্ধান না পেয়ে তার মামা মুখলেছুর রহমান বি-বাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন।

গত ১৩ জুলাই রাতে ইমন মোবাইল ফোনে তার মার সাথে যোগাযোগ করে। পরদিন ১৪ জুলাই ইমনের দুবাই প্রবাসী পিতা সুলাইমান মিয়া ইমনকে ঢাকার মানিক নগর ১০৩/১১ নং রুবেল মিয়ার মোদি দোকান থেকে উদ্ধার করেন।

উদ্ধারের পর ইমন জানায় স্কুলের পড়ালেখার চাপ সহ্য করতে না পেরে সে স্কুল থেকে পালিয়ে যায়। নিজেই বাসে করে ঢাকা গিয়ে ওই মুদি দোকানে চাকরি নেয়।

ইমনের পিতা সুলাইমান মিয়া জানান, ইমনকে নিয়ে আসার সময় দোকান মালিক রুবেল ইমনকে বেতন বাবদ ১৫শত টাকা দেয় এবং গত ঈদে নতুন জামা কাপড় কিনে দিয়েছে বলেও জানায়।

বৃহস্পতিবার দুপুরে ইমনদের বাসায় গিয়ে দেখা যায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের আইন কর্মকর্তা এসআই জাহাঙ্গীর, ইমন ও তার পিতা সুলাইমান মিয়ার জবানবন্দি রেকর্ড করছেন।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের আইন কর্মকর্তা এসআই জাহাঙ্গীর জানান দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Exit mobile version