Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনে অবৈধভাবে বসবাসের অভিযোগে দুই বাংলাদেশী আটক

আমিনুল হক ওয়েছঃ ব্রিটেনে অবৈধভাবে বসবাসের অভিযোগে দুই বাংলাদেশীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে দশটার দিকে প্লাইমাউথ এলাকায় একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্লাইমাউথের বাকওয়েল স্ট্রিটে স্পাইস ওয়েল নামে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে রেড করে ইউকে হোম অফিসের অফিসাররা। হোটেলে কর্মরত ২৬ বছর বয়সী এবং ৩৫ বছর বয়সী দুই বাংলাদেশী অভিবাসীকে তাদের ইমিগ্রেশন সংক্রান্ত ডকুমেন্ট দেখাতে বলে পুলিশ। তারা ডকুমেন্ট দেখাতে ব্যার্থ হলে তাদেরকে আটক করে পুলিশ। পরে তাদেরকে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে হোটেল মালিককে তার দুই কর্মচারীর ইমিগ্রেশন সংক্রান্ত ডকুমেন্ট দেখানো নির্দেশ দেয়া হয়েছে। যদি তা না পারে তাহলে দুই জনের জন্য মোট ৪০,০০০ পাউন্ড জরিমানা করা হবে হোটেল মালিককে।

Exit mobile version