Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনে এসিড হামলায় আহত ৬

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
পূর্ব লন্ডনের একটি শপিং সেন্টারের কাছে এসিড ছুড়ে হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় রাত আটটায় নিউহ্যামের স্ট্রাটফোর্ড সেন্টারে এ ঘটনার পর পুলিশ ডেকে নেয়া হয়। হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, একদল পুরুষ লোকজনের ওপর ক্ষতিকর পদার্থ স্প্রে করে ছিটিয়ে দেয়। এমন হামলা হয় বেশ কয়েকটি স্থানে। প্রত্যক্ষদর্শীয় বলেছেন, স্ট্রাটফোর্ড সেন্টারে একদল লোকের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই দু’জনকে দৌড়ে একটি ফাস্টফুডের টয়লেটে প্রবেশ করতে দেখেন। তারা সেখানে প্রবেশ করেন মুখে ছুড়ে মারা এসিড ধুয়ে ফেলতে। এমন সাক্ষ্য দিয়েছেন বার্গার কিংয়ের সহকারী ম্যানেজার হোসেন (২৮)। আরেক প্রত্যক্ষদর্শী জাক আবদি। তিনি স্ট্রাটফোর্ড রেল স্টেশনের একটি ফুটেজ ধারণ করেছেন। তিনি বলেন, একদল লোক একটি ক্লাবের পথে ছিলেন। তাদের ওপর অকস্মাৎ অন্য একদল মানুষ কিছু একটা ছুড়ে মারে। তা শুধু একজনকে আক্রান্ত করে নি। এতে ওই দলের অনেকেই আহত হয়েছেন। ওই দলের একজনের মুখে লেগেছে এসিড। এ সময় তিনি চিৎকার করছিলেন- আমি কিছু দেখতে পাচ্ছি না বলে। জাক আবদি বলেন, আমার মনে হয় ওই ব্যক্তি তার দৃষ্টিশক্তি হারিয়েছেন।

Exit mobile version