Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনে নাগরিক সংবর্ধনায় সিক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমিনুল হক ওযেছ লন্ডন থেকে:: লন্ডনে নাগরিক সংবর্ধনায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করার কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার স্থানীয় সময় বিকালে এই নাগরিক সংবর্ধনায় ভৌগলিক অবস্থার কারণে বাংলাদেশের গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “দক্ষিণ এশিয়ায় ভৌগলিক অবস্থার যে গুরুত্ব রয়েছে, সে গুরুত্ব কাজে লাগিয়ে দেশের উন্নতি করাই আমাদের লক্ষ্য।”

দারিদ্র্যকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অভিন্ন শত্রু হিসাবে উল্লেখ করে এর বিরুদ্ধে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বানও জানান শেখ হাসিনা।

তিনি বলেন, “শুধু নিজেদের কথা নয়। প্রতিবেশীদের কথাও ভাবতে হবে।”

ভারতের সঙ্গে স্থলসীমা বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য শেখ হাসিনাকে দেশের বাইরে এই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

লন্ডনের হিলটন অন পার্ক লেইন হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

Exit mobile version