Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনে পাকিস্তানী হানাদারদের হাতে নিহত দেশপ্রেমিক নাগরিকদের স্মরণ করলো ব্রিটিশ বাঙ্গালীরা

আমিনুল হক ওয়েছ :-লন্ডনে মোমবাতি প্রজ্বলন ও শপথ বাক্যা পাঠের মাধ্যমে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানী হানাদারদের হাতে নিহত দেশপ্রেমিক নাগরিকদের স্মরণ করলো ব্রিটিশ বাঙ্গারীরা। ২৫ মার্চ লন্ডন সময় সন্ধ্যে সাড়েসাত ঘটিকায় ইষ্ট লন্ডনের আলতাব আলী পর্কের শহীদ মিনারে বৃটেনের বিভিন্ন প্রান্থ থেকে ২৫মার্চ কালরাতে নিহত দেশপ্রেমিকদের শ্রদ্ধাজানাতে মোমবাতি হাতে নিয়ে সমবেত হন মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মুল কমিটির আয়োজনে নিমৃূল কমিটি ইউকে শাখার সভাপতি ডাঃ বি বি চৌধুরীর সভাপতিত্বে ও সহসাধারন সম্পাদক জামাল আহমদ খানের স ালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, চলমান যুদ্ধাপরাধের বিচার দ্রত শেষ করা ও জঙ্গিবাদ মৌলবাদ প্রতিহতের আহবান জানিয়ে বক্তব্য রাখেন ঘাতক-দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য শাখা নিমৃূল কমিটির পক্ষে সৈয়দ এনামুল ইসলাম, সাংবাদিক মতিয়ার চৌধুরী. সাংবাদিক সায়েম চৌধুরী, রুবি হক, জেনোসাইড ১৯৭১ এর সভাপতি সাংবাদিক মকিস মনসুর, কবি ময়নুর রহমান বাবুল, স্মৃতি আজাদ, অজয়ন্তা দেবরায়, সৈয়দা মাসুদা খানম, মেহের নিহার চৌধুরী, এডভোকেট মুজিবুল হক মনি, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা কয়সর সৈয়দ, যুবনেতা নজরুল ইসলাম অকিব, আরিফুর রহমান প্রমুখ। শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে অসভ্য পাকিস্তানী সৈন্যদের হাতে নিহতদের স্মরন করা হয়। সবশেষে আগতদের শপতবাক্য পাঠ করার মুক্তিযোদ্ধা ফয়েজুর রহমান খান।

Exit mobile version