Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনে স্মরণ সভায় বক্তারা সৈয়দ মহসিন আলী ছিলেন তৃণমূল থেকে উঠে আসা গণমানুষের নেতা

আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্য থেকে: সৈয়দ মহসিন আলী ছিলেন একজন সাদা মনের মানুষ,তৃণমূল থেকে উঠে আসা গণমানুষের নেতা । বৃটেনে বসবাসরত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সদস্যদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত সংগঠন বন্ধন আয়োজিত সদ্য প্রয়াত বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ও মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দ মহসিন আলীর স্মরণ সভায় বক্তারা এ অভিমত ব্যাক্ত করেন। বক্তারা বলেন তার মৃত্যুতে মৌলভী বাজারবাসী হারিয়েছে আপনজনকে দেশবাসী হারিয়েছে একজন নিবেদিতপ্রান দেশপ্রেমিককে। তিনি একাধারে একজন রাজনীতিবিদ- সাংবাদিক ও রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে লোভ লালসার উর্ধে থেকে মানুষের সেবা করে গেছেন। তিনি মৌলভীবাজার রেডক্রিসেন্ট এর সেক্রেটারী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার , মৌলভীবাজর জেলা আওয়ামীলীগের সভাপতি ও তিন তিন বার মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। খোলা মনের এই মানুষটি এর বাইরে একজন শিল্পি ও কবি ছিলেন । বক্তারা তার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। ৫ অক্টোবর বিকেলে ইষ্টলন্ডনের ব্লুমুন মিডয়া সেন্টারে বন্ধন সভাপতি সাবেক ছাত্র নেতা আব্দুল মোহিদ আফজলের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা রাধাকান্ত ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সৈয়দ মহশিন আলীর ভ্রাতা সৈয়দ মনোহর আলী, সাংবাদিক ইসহাক কাজল, সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী, কাউন্সিলার আব্দুল কাদির, সাংস্কৃতিক কর্মী সৈয়দা নাজনিন সুলতানা শিখা, মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান, যুক্তরাজ্য যুক্তরাজ্য আওয়ামীলীগের অফিস সম্পাদক শাহ শামীম, ইউকে আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক আলী।
সৈয়দ মহসিন আলীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসিম, সাবেক ছাত্রনেতা ও যুক্তররাজ্য আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম অকিব, সাংবাদিক মকিছ মনছুর, সাংস্কৃতিক কর্মী গোলাম কিবরিয়া, রুহুল আমিন রুহেল, আব্দুল মতিন, সাবেক ডেপুটি মেয়র সহিদ আলী, জুয়েল চৌধুরী, কবি কাজল রশিদ, আব্দুল মতিন প্রমুখ। সভার শুরুতে মরহুম সৈয়দ মহশিন আলীর আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। সভায় বক্তারা মৌলভীবাজারে সৈয়দ মহশিন আলীর নামে একটি স্থাপনার নাম করনের দাবী জানান ।

Exit mobile version