Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডন প্রবাসী গীতি কবি আব্দুল হকের লাশ জগন্নাথপুর এসেছে সাড়ে তিনটায় জানাযা

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর (দিঘিরপাড়) গ্রামের ইংল্যান্ড প্রবাসী গীতিকার ও কবি আব্দুল হক এর লাশ আজ সকালে জগন্নাথপুর বাড়িতে এসে পৌঁছেছে। সাড়ে তিনটায় উপজেলা সদর জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হবে। উল্লেখ্য শুক্রবার বিকেল ৫টায় ইংল্যান্ডের ম্যানচেষ্টার হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দুই স্ত্রী তিন ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার জনিত রোগে ভূগছিলেন। তার মৃত্যুতে জগন্নাথপুরে শোকের ছায়া নেমে আসে। আব্দুল হক জন্মস্থান জগন্নাথপুর ও ক্যমব্রীজে একজন গীতিকার ও কবি হিসেবে বেশ পরিচিত ছিলেন। তাঁর প্রায় পাঁচ শতাধিক গানের দুটি পান্ডুলিপি রয়েছে। আব্দুল হক দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের বিখ্যাত শিক্ষা শহর ক্যামব্রীজে বসবাস করে আসছিলেন। মৃত্যুর প্রায় তিন মাস পূর্বে তিনি ম্যানচেষ্ঠার শহরে চলে যান।

Exit mobile version