Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শপথের দুই ঘণ্টা পরই কারাগারে ইউপি চেয়ারম্যান ও মেম্বার

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: শপথ গ্রহণের দুই ঘণ্টা পরই হত্যা মামলায় কারাগারে গেলেন নড়াইলের কালিয়া উপজেলা পেড়লী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জারজিদ মোল্যা। একই সঙ্গে আরো দুজন ইউপি সদস্যকেও হাজতে পাঠিয়েছেন আদালত। পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যা ও পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান জহুরুল হক, ছয়জন নারী সদস্য ও ১৮ জন সাধারণ সদস্য গতকাল শপথগ্রহণ করেন। চেয়ারম্যানদের জেলা প্রশাসক এবং সদস্যদের শপথবাক্য পাঠ করান কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। সকাল ১০টায় শপথ গ্রহণের পর আওয়ামী লীগ নেতা বদরুল শেখ হত্যা মামলার অন্যতম আসামি জারজিদ মোল্যা পুলিশের হাতে ধরা পড়ার আশংকায় আদালতের আশ্রয় নেন। বেলা ১২টায় আদালতে হাজিরা দিলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। একই মামলার অপর দুই আসামি নবনির্বাচিত সদস্য ফোরকান মোল্যা ও লেন্টু শেখ আদালতে আত্মসমর্পণ করলে তাদেরও কারাগারে পাঠান বিচারক।

গত ২৩ মে পেড়লী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জারজিদ মোল্যা জয়লাভ করেন। ২৫ মে নির্বাচন পরবর্তী সহিংসতায় কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোফাজ্জেল হোসেন এবং ২৭ মে পেড়লী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বদরুল ইসলাম নিহত হন। বদরুল হত্যার অন্যতম আসামি জারজিদ মোল্যা।

Exit mobile version