জগন্নাথপুর২৪ ডেস্ক::
শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক—অটোরিকশা—মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মিলন মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে জানা গেছে। জয়কলস হাইওয়ের ইনচার্জ সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার দুপুর ১টায় উপজেলার জয়কলস—উজানীগাঁও ব্রিজ সংলগ্ন সিলেট—সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে জয়কলস উজানীগাঁও সরকারি রশিদীয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রসহ ৫ যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন— সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের কামরুল ইসলাম (১৪), শেখ সাদ (১১), জনি (১৪), মুরছালিন আহমদ (১৫), মার্জিয়া বেগম (৩৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে জয়কলস ব্রিজ সংলগ্ন সিলেট—সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী ইটবাহী ট্রাকের (সিলেট ড—১১—২২৪২) সাথে সুনামগঞ্জগামী মোটরসাইকেল (সুনামগঞ্জ—ল ১১২১৫৫) ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মোটরবাইক আরোহী মিলন মিয়াসহ ৬ জন আহত হন। স্থানীয়রা মিলন মিয়াসহ ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং অন্য আহতরা শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
শান্তিগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ইকবাল হাসান বলেন, আহতদের নিয়ে প্রথমে আমাদের এখানো আসা হয়, কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা তাদের সিলেটে পাঠাই। অ্যাম্বুলেন্সের চালক আমাকে জানিয়েছেন, আহত মিলন মিয়াকে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।