জগন্নাথপুর২৪ ডেস্ক::
দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় প্রতীক হিসেবে শাপলা চেয়েছে দলটি।
এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আবেদনপত্র জমা দেওয়ার পর ব্রিফিংয়ে আখতার হোসেন বলেন, আমরা ইসি কর্মকর্তাদের কাছে আবেদনপত্র জমা দিয়েছি। নিবন্ধন শর্তপূরণ করে এমন সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। আমরা এনসিপির দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ প্রতীক চেয়েছি।
এদিকে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোওয়ারী জানান, শাপলা ছাড়াও প্রতীক হিসেবে ‘কলম’ ও ‘মোবাইল’ চেয়েছে এনসিপি। এর মধ্যে শাপলাই বরাদ্দ পাবেন বলে প্রত্যয় রাখেন তিনি।
এনসিপি জানায়, দলটির সাংগঠনিক কার্যক্রম গত ১ জুন ঢাকা মহানগর উত্তরে সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে শুরু হয়। এরপর জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়। বুধবার (১৮ জুন) পর্যন্ত এনসিপি দেশের ৩৩টি জেলা ও ১২৭টি উপজেলায় সমন্বয় কমিটি গঠন করেছে। এসব কমিটির ভিত্তিতেই পরবর্তী সময়ে জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
সুত্র খবরের কাগজ