Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাবিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেল’ গঠনের সিদ্ধান্ত

এনাম উদ্দিন শাবি,::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেল’ গঠনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে সিন্ডিকেটের ২০০তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রস্তাবিত সেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম বিষয়ে বাৎসরিক সেমিনার, আলোচনা, সিম্পোজিয়াম ইত্যাদির আয়োজন করবে।

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেল’ গঠন করার ব্যাপারে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য সিন্ডিকেটের সভায় অধ্যাপক ড. মো. কবির হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, অধ্যাপক ডা. মুর্শেদ আহমদ চৌধুরী ও অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গবেষণা সেল করার দাবি জানিয়েছিলেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

Exit mobile version