Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৫ কেজি সোনাসহ চীনা নাগরিক আটক

জগন্নাথপুর২৪ ডেস্ক:: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক চীনা নাগরিকের কাছ থেকে ৫.৫৬ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় ২ কোটি ৭৯ লক্ষ টাকা।

রোববার  সকাল ৮টার দিকে এ সোনা উদ্ধার করা হয়। আটককৃত চীনা নাগরিকের নাম রুয়ান জিনফেং (৪৩)। বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, ‘দুবাই থেকে সকাল ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সে (ফ্লাইট নং-EK582) করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান চীনা নাগরিক রুয়ান। গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে বোর্ডিং ব্রিজের কাছ থেকে অনুসরণ করে কাস্টমস হাউস, ঢাকার একটি দল। পরবর্তীতে গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার কাছে শুল্ক-কর আরোপযোগ্য কোনও পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। এরপর তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যানে দেওয়া হলে তার মধ্যে ধাতব পদার্থের ইমেজ পাওয়া যায় এবং ব্যাগ খুলে চার্জার লাইটের মধ্যে থাকা ব্যাটারি ভেঙে ১০ তোলা ওজনের মোট ৪৮টি সোনার বার পাওয়া যায়। যার মোট ওজন ৫.৫৬ কেজি। এর আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৭৯ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিয়ে ওই চীনা যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।’

প্রসঙ্গত, ১৩ মার্চ আরও দুজন চীনা নাগরিককে সোনা চোরাচালানের দায়ে বিমানবন্দর থানায় মামলাপূর্বক হস্তান্তর করে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

Exit mobile version