Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিভিন্ন মহলের অভিনন্দন

স্টাফ রিপোর্টার:: জাতীয় শিক্ষাসপ্তাহ ২০১৭ উপলক্ষে কলেজ পর্যায়ে প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ২০০৮ সালে সিলেট শিক্ষাবোর্ডে সেরা ১০ কলেজের মধ্যে ৬ষ্ঠ স্থান অধিকারী, জেলা পর্যায়ে শীর্ষ ফলাফলধারী জগন্নাথপুর উপজেলায় শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্টাতা অধ্যক্ষ মো.আব্দুল মতিন। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে জগন্নাথপুর উপজেলা ও কলেজ সংলগ্ন ছাতক,দক্ষিণ সুনামগঞ্জ ও দিরাই উপজেলাসহ জেলার বিভিন্ন জনপদে শিক্ষাব উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যার অক্লান্ত পরিশ্রমে গড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে- বিদেশে বিভিন্ন নামী প্রতিষ্ঠানে পড়াশুনা করছে, কৃতিত্বপূর্ণ ফলাফল করছে;বিভিন্ন সরকারী- বেসরকারী চাকুরীতে সুনামের সাথে কাজ করছে। আব্দুল মতিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেট থেকে সমাজ বিজ্ঞান বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর সম্পন্ন করে ২০০২ সালের ১ জুলাই থেকে এলাকাবাসী ও প্রবাসী শিক্ষানুরাগীদের উদ্যোগে স্থাপিত শাহজাজালাল মহাবিদ্যালয়টির জন্মলগ্ন থেকে অধ্যাবদি অধ্যক্ষের দায়িত্ব অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে পালন করছেন। তিনি এস এস সি তে স্টার মার্ক সহ (মানবিক) প্রথম বিভাগে,এইচ এসসি তে ও প্রথম বিভাগ লাভ করেন। ২০১১ সালে শিক্ষামন্ত্রনালয়ের অধীন HSTTI,কুমিল্লা থেকে সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধ্যক্ষদের “শিক্ষা প্রশাসন ও ব্যাবস্থাপনাপ্রশিক্ষণ কোর্স” এ অংশগ্রহণকারীদের মধ্যে A+ গ্রেড প্রাপ্ত হোন। ২০০৮ সালে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ প্রদত্ত ‘English for Teaching:Teaching fir English (ETT) কোর্স সমাপনান্তে সনদ প্রাপ্ত হোন। স্কুল জীবন থেকেই তিনি ছাতক উপজেলার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,সাহিত্যমূলক সংগঠনের সাথে জড়িত। বিশ্ববিদ্যালয়ে ট্যুরিস্টক্লাব,চোখ ফিল্ম সোসাইটি,অহনা সাহিত্য পরিষদ,সাহিত্যবিষয়ক ম্যাগাজিন “অাড্ডা’ এর সাথে জড়িত ছিলেন। “বাংলাদেশের গ্রামীণ জণগনের গন্তান্ত্রিক চেতনার” উপর তিনি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কর্ম করেন। জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ মো. আব্দুল মতিন ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদের গাঁও ইউনিয়নের খাগামুড়া গ্রামের কৃতি সন্তান। তাঁর সহধর্মীনি মান্না বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, দুই মেয়ে তাহিয়া আঞ্জুম রাইদা(৭) ও তাসফিয়া আঞ্জুম রাইসা(২)। তাঁর এই কৃতিত্বের জন্য তিনি সহকর্মী, শিক্ষার্থী, প্রতিষ্ঠাতা সদস্য ও সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ের জন্য সকলের দোয়া চেয়েছেন। তাঁকে অভিন্দদন জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ.মান্নান, ছাতক- দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রাহমান চৌ: বকুল, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ, কলেজ গভার্ণিং বডির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম,
প্রতিষ্ঠাতা সদস্য ভুমিদাতা সামছুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ প্রমুখ।

Exit mobile version