Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষের সংবর্ধনা ও স্বাধীনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার;: জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ে স্বাধীন দিবস উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ মো.আব্দুল মতিনকে সংবর্ধনা প্রদান করা হয়।
আলোচনাসভায় প্রতিষ্টানের অধ্যক্ষ মো.আব্দুল মতিনের সভাপতিত্বে এবং প্রভাষক এনামুল কবির ও জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন গভার্ণিং বডির সভাপতি, বিশিষ্ঠ শিক্ষানুরাগী, সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ্বসিরাজুল ইসলাম বিশেষ অতিথি অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, অতিথি হিসেবে বক্তব্য রাখেন অালহাজ্ব অাবদুল হাশিম চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিক, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মানিক মিয়া, ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দ্বিপাল, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মিজান(মাষ্টার), ইউপি, সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান ঝুনু, রিংকর রায়, দেবাশীষ রায়, হাসানুজ্জামান খাঁন, মাহমুদ সুলতান, আবু তাহের রানা,মহিউদ্দিন মাহি,মির্জা অামিনুল হক,নিজামউদ্দিন,মুক্তি যোদ্ধা অাব্দুল হক,

রসরাজবৈদ্য,শিক্ষানুরাগীমনিরুদ্দিন চৌ:,হাজী সমছুমিয়া,কামরুজজামান,মানিকমিয়া প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করেন কলেজছাত্রী জুমা দেবনাথ,বাউল ফয়জুর রহমান সাবেক ছাত্রতৈয়বুর রহমান, চ্যানেল আই-এর সেরা কন্ঠশিল্পী বুশরা আক্তার ঝুমু, বিথী রাধা নাথ, রবির সেরা প্রতিভা বিথী চৌধুরী, বেতারের শিল্পী অপি. সোনিয়া আক্তার, লাভ হাট’ ব্যান্ড ভোকাল মুমিত হাসানসহ সিলেট বেতারের শিল্পীবৃন্দ। নৃত্য পরিবেশন করে দক্ষিণ সুনামগঞ্জ এর সিহাব মিনি ড্যান্স ক্লাব। এর অাগে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ মো. অাব্দুল মতিনকে অালাদা ভাবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন করেন গভার্ণিংবডির সভাপতি ও সদস্যবৃন্দ,প্রতিষ্ঠাতাসদস্যবৃন্দ,প্রভাষক বৃন্দ,বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ।

Exit mobile version