Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাহবাগ থানা ঘেরাও করলেন ঢাবি শিক্ষার্থীরা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহারিয়ার আলম সাম্যের হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন ঢাবি শিক্ষার্থীরা।

রোববার (১৮ মে) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঢাবি সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে শাহবাগ থানা পুলিশকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টা আলটিমেটাম শেষ হওয়ার পরই দুপুর ১২টায় শাহবাগ থানা ঘেরাও করেন তারা।

 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রাজু ভাস্কর্যের সামনে এসে সাম্য হত্যার বিচারের দাবিতে সংহতি জানান।

এরই মধ্যে শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে একটি প্রতিনিধি দল পুলিশের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠক শেষে সাম্য হত্যার বিচারের সার্বিক পরিস্থিতি এবং অগ্রগতি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানোর কথা রয়েছে।

Exit mobile version