1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শিক্ষার্থীকে পিটিয়ে আহত ও জুতার মালা পড়ানোর প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

শিক্ষার্থীকে পিটিয়ে আহত ও জুতার মালা পড়ানোর প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ৭৫৯ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা-৬ষ্ট শ্রেণীর শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত ও জুতার মালা পড়ানোর প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবীতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিতে হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী,অভিভাবকসহ এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন মোঃ বশির উদ্দিন, দেওয়ান মাসুক রাজা চৌধুরী,দোহালিয়া ইউপি সদস্য যুবরাজ আহমেদ,কালা মিয়া,কারী রফিকুল ইসলাম,রুপন দাস,আজাদুর রহমান,সুজন মিয়া,সাবেক ইউপি সদস্য আব্দুস ছোবাহান,ওয়াহিদ মিয়া,ইলিয়াছ ,সালমান,সাজিদ জাবেদ,জুয়েল মিয়া,আব্দুল কাদির মেম্বার,সুহেল মিয়া,সাকিল,রেজাউল,কবির,ইছান ও চাদ প্রমুখ। শিক্ষার্থীরা অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবী জানান। উল্লেখ্য জেলার দোয়ারা বাজার উপজেলার দোহলিয়া ইউনিয়নের প্রগতি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর শিশু শিক্ষার্থী মোঃ রতন মিয়া (১১)”র মোবাইল ফোন হতে রং নাম্বারে রাজনপুর গ্রামের হাজী মোঃ আয়েজ আলীর মোবাইলে যাওয়া ১টি ক্রসকল কে কেন্দ্র করে গত ১৪ অক্টোবর রাজনপুর গ্রামের হাজী মোঃ আয়েজ আলীর ইশারায়,প্রগতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল জলিল, প্রতিষ্ঠানটির দুই সহকারী শিক্ষক মাওলানা নজরুল ইসলাম ও সহকারী শিক্ষক গণেশ বাবু মিলে ঐ শিক্ষার্থীকে প্রথমে লাঠিপেঠা করেন। ম্যানেজিং কমিটির সভাপতি ও দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল জলিলের নেতৃত্বে প্রতিষ্ঠানটির মাঠে সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে ঐ শিশু শিক্ষার্থীর গলায় জুতার মালা পড়িয়ে সারা দোহালিয়া বাজার ঘুরানো হয়। এ ঘটনায় শিশু শিক্ষার্থীর পিতা মোশাহেদ মিয়া বাদি হয়ে চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল জলিলকে প্রধান আসামী করে দোয়ারা বাজার থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার প্রায় ২ সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ আসামীদের গ্রেফতার না করায় তারা হতাশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com