Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধের উপায় নির্ণয়ে জাতীয় নীতিমালা তৈরির জন্য একটি কমিটি গঠন করেছেন হাইকোর্ট।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে মঙ্গলবার গঠন করা হাইকোর্টের ওই কিমিটিতে একজন মনোবিদ, একজন আইনজ্ঞ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও একজন শিক্ষাবিদ রাখতে বলা হয়েছে।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের নবম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনার ঝড় ওঠার মধ্যে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত এ আদেশ দেন।

একই  সঙ্গে কমিটিকে অরিত্রী অধিকারী নামের ওই শিক্ষার্থীর আত্মহত্যার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সুত্র-সমকাল

 

Exit mobile version