Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ জগন্নাথপুরের কৃষক কাঁদছেন

স্টাফ রিপোর্টার:: শিলাবৃষ্টিতে জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের একাংশের কয়েক হাজার হেক্টর বোরো ফসল নষ্ট হয়ে গেছে। ফলে কৃষকদের অপূরনীয় ক্ষতি হয়েছে। হাওরপাড়ের এসব কৃষকরা এখন কাঁদছেন। জানা গেছে,বুধবার রাতে হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি দেখা দিলে হাওরের বেশ পাকা ফসলের ক্ষতি হয়। কৃষকরা জানান, নলুয়ার হাওরের হালেয়ার পূর্ব থেকে সমধল নদীর উত্তর পাড় পর্যন্ত অপরদিকে ভূরাখালি,চারকালা,নলুয়া,উদুমারা,পুলিমুর, সেফটি মইয়ার হাওরের চাতল এলাকায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়। চিলাউড়া গ্রামের কৃষক সেলিম মিয়া বলেন,তার তিন হাল বোরো ফসল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব জমিতে কাচি চালানো যাবে না। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, জমিগুলোর ধান পাকতে শুরু করেছিল। দুই এক দিনের মধ্যে এসব ধান গোলায় তুলা যেত। এখন তিনি নিরুপায় হয়ে গেছেন।কৃষক নেতা শহিদুল ইসলাম বকুল জানান, তার ১৫কেদার জমি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি বলেন, নলুয়ার হাওরের একাংশের ফসল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। এদিকে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হাওর পরির্দশনে গেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন,ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির। তাঁরা উপজেলা পরিষদের সাধারণ সভা স্থগিত করে সকাল থেকে হাওরঘুরে ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে শান্তনা দিচ্ছেন। এবং ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সংষ্কারের ব্যবস্থা গ্রহণ করছেন। সকালে ক্ষতিগ্রস্থ হাওর ঘুরে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া বলেন, আমার ইউনিয়নটি পুরোপুরি নলুয়ার হাওর ব্যাষ্টিত। একমাত্র বোরো ফসলের ওপর আমার ইউনিয়নবাসী নির্ভরশীল। তাই রাত থেকে কৃষকদের খোঁজ খবর নিচ্ছি। ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরী করা হবে।প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নলুয়ার হাওরের চারভাগের মধ্যে একভাগ ফসল শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, শিলাবৃষ্টিতে কিছু ক্ষতি হয়েছে। প্রাকৃতিক বির্পযয়ে কারো কিছু করার নেই। তবু আমরা হাওরের ফসল তুলতে কৃষকদের পাশে সার্বক্ষনিক রয়েছি। আশা করছি আর বড় কোন প্রাকৃতিক বির্পযয় না হলে কৃষকরা ধান তুলতে পারবেন ।

Exit mobile version