Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শিশুদের মেধাকে বিকশিত করতে হবে – পীর মিসবাহ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন,‘ শিশুদের মধ্যে যে মেধা রয়েছে তা বিকশিত করতে হবে। এই মেধা বিকশিত করতে গ্রামঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান দরকার। শিশুদের যদি পড়াশুনার সুযোগ করে না দেয়া যায় তাহলে গ্রামঞ্চলের সন্তানরা তাদের মেধা বিকাশের সুযোগ পাবে না।’
শুক্রবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় ও বাজারে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী খুশনূর, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান মাষ্টার, জেলা জাতীয় পাটির যুগ্ম-আহবায়ক রশিদ আহমদ, জেলা জাতীয় পার্টি নেতা সাইফুর রহমান শামছু, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আহমদ, মিরাচর পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনিল চন্দ্র বিশ্বাস, গোলাম হোসেন, ডা.চান মিয়া,সাজ্জাদুর রহমান সাজু, আব্দুল কাদির, ফারুক মেনর, শওকত আলী,জসিম উদ্দিন, হাবিলদার মোর্শেদ, শিব্বির আহমদ, আলী নুর, সেলিম আহমদ প্রমুখ।

Exit mobile version