Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শেখ হাসিনার বিচার হবেই, এতে কোনো সন্দেহ নেই: ড. ইউনূস

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার বিচার হবেই, এতে কোনো সন্দেহ নেই। শুধু হাসিনাই নয়, তাঁর সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, হাসিনার বিচার হবেই, এতে কোনো সন্দেহ নেই।

কারণ সব তথ্যপ্রমাণ রয়েছে। যদিও সে এখন বাংলাদেশে নেই, প্রশ্ন হচ্ছে আমরা কি তাকে বাংলাদেশে আনতে পারব কিনা। সেটা নির্ভর করছে ভারত ও আন্তর্জাতিক আইনের ওপর। আমরা ইতিমধ্যেই ভারতকে বলেছি তাকে ফেরত দিতে।

তিনি আরো বলেন, তাঁর বিচার হবে কিনা এমন প্রশ্নের অবকাশই নেই। তাঁর বিচার হবেই, সেটা তাঁর উপস্থিতিতেই হোক কিংবা অনুপস্থিতিতে। শুধু হাসিনাই নয়, তাঁর সঙ্গে জড়িত সকলেরই বিচার হবে। তাঁর পরিবারের সদস্য, ক্লায়েন্ট, তাঁর সহযোগী সকলের বিচার হবে।
শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হলেও কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আশা করব তাঁকে ফিরিয়ে দেওয়া হবে। এটা একটি আইনি বিষয়। আইনগতভাবে তাকে যদি ফিরিয়ে দেওয়ার প্রয়োজন হয়, আন্তর্জাতিক আইন তাঁদের (ভারত) নির্দেশনা দেবে।

 

Exit mobile version