জগন্নাথপুর২৪ ডেস্ক::
আওয়ামী লীগের শাসনামলে গুমের অভিযোগে দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সামরিক বাহিনীর কর্মকর্তাসহ ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সেইসঙ্গে আসামিদের গ্রেপ্তার করে হাজির করতে আগামী ২২ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউসন পক্ষে চার্জ আমলে নেয়ার শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তৎকালীন হাসিনা সরকারের সময় গুম করে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই) ও জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) আটকে রাখার অভিযোগ আনা হয়।
গুমের একটি মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক পাঁচটি অভিযোগ আনা হয়েছে। গুমের অপর মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, ‘শেখ হাসিনার নির্দেশেই বিরোধী মতের লোকদের গুম করা হতো বলে তদন্ত রিপোর্টে উঠে এসেছে। তিনি ট্রাইব্যুনালকে বলেন, ‘ফ্যাসিস্ট শাসনকে পাকাপোক্ত করতে ও বিরোধী পক্ষকে দমনের জন্য শেখ হাসিনার প্রধান হাতিয়ার ছিলো গুম।’ এ সময় শুনানিতে উপস্থিত ছিলেন গুমের শিকার ব্যক্তিরা।
মোহাম্মদ তাজুল ইসলাম আরও বলেন, ‘অন্তত ৬ টি সংস্থা ৩ ধাপে বিগত ১৬ বছর ধরে গুমের ঘটনা ঘটায়। ট্রাইব্যুনালে জমা দেয়া তদন্ত রিপোর্টে যুক্ত করা হয়েছে গুম কমিশনের রিপোর্টও। উঠে এসেছে সরকারের কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী গুমের সঙ্গে জড়িত। এদের মধ্যে ডিজিএফআই ও র্যাবের গোয়েন্দা ইউনিট। যাদের কয়েকজন এখনো বাহিনীতে কর্মরত রয়েছেন।’
শুনানি শেষে এক প্রতিক্রিয়ায় গুমের শিকার ব্যক্তিরা তাদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এ সময় ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচারের দাবি করেন তারা।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন।
সূত্র-মানব জমিন