Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শ্রেণীকক্ষে শিক্ষিকা ধর্ষনের প্রতিবাদে জগন্নাথপুরের শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদসভা

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক শিক্ষিকাব্ন্দৃ ও সহকারী শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে বরগুনার বেতাগি উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষে সহকারী শিক্ষককে ধর্ষনের প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইউআরসি ইনষ্ট্রাক্টর হারুণ রশিদ চৌধুরী,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।


সভায় প্রধান শিক্ষক শিক্ষকাবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন প্রবীণ প্রধান শিক্ষক নিশি কান্ত রায়, রমেন্দ্র কুমার গোপ,সুদীপ ভট্রাচার্য্য, ধীরেন্দ্র তালুকদার, তাপসী সরকার,স্বপ্না চন্দ, রূপক কান্তি দে, বিজয় কৃষ্ণ ক্ষত্রিয় মোশারফ হোসেন,আতাউর রহমান, গোপাল চন্দ্র দাশ, হারুণ রশীদ, লিনা খানম, বিউটি সরকার প্রমুখ।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো: আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক,শিক্ষক শাহজাহান সিরাজ,শরীফ উল মামুন, বাপ্পি রানী দে, শংকর চন্দ নাথ,সালেহা পারভীন,আতাউর রহমান,বিজয় দাশ,ফরিদ আহমদ,জাহেদ আহমদ,নাসিমা খাতুন,সালেহা পারভীন, তামান্না বেগম,মিন্টু রঞ্জন দাশ,নুর আহমদ,আজিজুল হক,তপন কুমার সরকার,ফরিদা বেগম প্রমুখ সভায় বক্তারা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
পরে সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে এক স্মারকলিপি প্রদান করা হয়। এতে সহকারী শিক্ষক সমিতির সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল হক নেতৃত্বদেন।

Exit mobile version