Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সংলাপে থাকবেন ১৪ দলীয় জোটের ২১ নেতা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবেন ১৪ দলীয় জোটের ২১ নেতা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিনিধি দলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, মাইনুদ্দিন খান বাদল, আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের  ড. আবদুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, আবদুর রহমান, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ও আইন বিষয়ক সম্পাদক এডভোটেক শ ম রেজাউল করিম অংশ নেবেন। বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের বৈঠক হবে। উল্লেখ্য, সংলাপ চেয়ে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন। এ চিঠির প্রেক্ষিতে সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংলাপে বসার সিদ্ধান্তের কথা জানান। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে সংলাপের আমন্ত্রণ জানিয়ে ড. কামাল হোসেনকে চিঠি দেয়া হয়। চিঠি পেয়ে সংলাপে যেতে ঐক্যফ্রন্টের ১৬ নেতার নামের তালিকা দেয়া হয় আওয়ামী লীগ কার্যালয়ে।

ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
সুত্র-মানব জমিন
Exit mobile version