Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সফল উৎক্ষেপন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১,মহাকাশে বাংলাদেশ

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সফলভাবে উৎক্ষেপণ হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এটি এখন মহাকাশের দিকে ছুটছে। এটি কক্ষপথে পৌঁছাতে ৩৩ মিনিট সময় লাগবে। ইতিমধ্যে প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টা ১৪ মিনিটে স্পেসএক্স এর ফ্যালকন-৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে সঙ্গে নিয়ে রওনা হয় জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটের দিকে।

মহাকাশে যাত্রার জন্য প্রস্তুতি সেরে রাখা হয়েছিল আগেই। শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো।

যুগান্তর

Exit mobile version