Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সবাইকে কাঁদিয়ে চীরনিদ্রায় ধনু-বিভিন্ন মহলের শোক- ব্যবসায়ীদের মানববন্ধন আজ

স্টাফ রিপোর্টার:: সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিয়ে চলে গেল জগন্নাথপুর পৌর শহরের বাসুদেববাড়ীর প্রিয়মুখ তরুণ ব্যবসায়ী জগন্নাথপুর বাজারের আসিদ উল্যাহ মার্কেটের র্স্পোটস এন্ড ফ্যাশন ওয়াল্ডের অন্যতম কর্ণধার ধনঞ্জয় দাস ধনু শনিবার ভোরে তার লাশ নিজবাড়িতে এলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ ঘটে। সারারাত নিদ্রাহীন জেগে থাকা বাসুদেববাড়ীর লোকজন তাকে শেষ দেখতে ভীড় করেন। স্বজনদের কান্নায় পুরো জগন্নাথপুরে এক শোক বিহ্বল অবস্থার সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বাসুদেববাড়ী লোকে লোকারন্য হয়ে পড়ে। তাঁর স্ত্রীর কান্নায় উপস্থিত লোকজনও কান্নায় ভেঙ্গে পড়েন। সকাল সাড়ে ১০টায় লাশ নিয়ে যাওয়া হয় জগন্নাথপুর মহাশশ্মানঘাটে। শত শত মানুষের উপস্থিতিতে তাকে দাহ করা হয়। সড়ক দুর্ঘটনায় তাঁর অকাল মৃত্যুতে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা নিরপদ সড়ক নিশ্চিতের দাবীতে রবিবার সকাল ১০টায় এক মানববন্ধন কর্মসূচী ঘোষনা করেছেন। এছাড়াও বাজারের প্রবীণ ব্যবসায়ী কুতুব উদ্দিন, দোকান কর্মচারী পলাশ গোপ ও স্পোর্টস ফ্যাশনের কর্ণধার ধনঞ্জয় দাসের মৃত্যুতে আধাবেলা দোকান বন্ধ রেখে ধর্মঘট পালনের কর্মসূচী নিয়েছেন বলে জানিয়েছেন জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী বিন্দুজ অভিজাত বিপনীর মালিক মিন্টু রঞ্জন ধর। এদিকে জগন্নাথপুর বাজারের স্পোর্টস এন্ড ফ্যাশন ওয়াল্ডের মালিক ধনঞ্জয় দাস ধনুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান,উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, পৌর মেয়র আব্দুল মনাফ ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজ উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, ও‌য়েব মাষ্টার অরূপ সরকার, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আবদার হোসেন ভূঁইয়া, বাসু‌দেববাড়ী ক্রি‌কেট ক্লাব, জগন্নাথপুর ক্রিকেট ক্লাব এসোসিয়েশনের সভাপতি তফুজ্জল হক সুমন ও সাধারণ সম্পাদক আবু হেনা রণি,জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি বীরেন্দ্র কুমার দে, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল দে সাধারণ সম্পাদক প্রনব কুমার বণিক।

Exit mobile version