1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

‘সময় পেলেই কোরআন পড়ছেন ইলিয়াস কাঞ্চন’

  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বিনোদন ডেস্ক::
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন একসময়ের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। গত ৫ আগস্ট (রোববার) লন্ডনের উইলিংটন হাসপাতালে মাথায় অস্ত্রোপচার করা হয়।

‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত অভিনেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার অনুরাগীরা। সামাজিকমাধ্যমে অনেকেই তার সুস্থতা কামনা করেছেন। এদিকে সম্প্রতি অভিনেতার সঙ্গে অনলাইনের মাধ্যমে কথা বলেছেন চলচ্চিত্র নির্মাতা জাফর ফিরোজ।

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কথা বলার অনুভূতি নিজের ফেসবুকে ভাগ করে নিয়েছেন এই নির্মাতা। তিনি বলেন, ‘আজকে (সোমবার) ভিডিও কলে কাঞ্চন ভাইকে দেখেই মনটা ভরে গেল। অসুস্থতার কারণে আপনজনদের ভুলে গেলেও কিন্তু তিনি দেশকে ভুলে যাননি। সময় পেলেই কোরআন পড়ছেন আর দেশের টিভির সংবাদে চোখ রাখছেন। এটাকেই বলে প্রকৃত দেশপ্রেম। যেখানে হৃদয়ের টান অসুস্থতায়ও মলিন হয় না।’
এরপর তিনি যোগ করেন, ‘আসুন, আমরা সবাই দোয়া করি, মহান আল্লাহ সুবহানাহু তায়ালা যেন ইলিয়াস কাঞ্চনকে দ্রুত সুস্থ করে তোলেন। এবং তিনি যেন আবারও মানুষের জন্য বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলতে পারেন। আমীন।’
দেশে টিউমার ধরা পড়লেও পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। তিন মাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয়।

তবে চিকিৎসকরা জানান, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। জীবনের ঝুঁকি এড়াতে টিউমারের কেবল একটি অংশ অপসারণ করা হয়েছে। বাকিটা ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে। সূত্র-ঢাকা মেইল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com