Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে জগন্নাথপুর আওয়ামীলীগসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ ।

স্টাফ রিপোর্টার: সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আওয়ামীলীগ নেতা ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, আব্দুল জব্বার,সুজিত রায়, উপজেলা ‍শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বিভাস দে, মাহবুবুর রহমান শিক্ষক সাইফুল ইসলাম রিপন,নজরুল ইসলাম, এম ফজরুল ইসলাম, সালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি শাহ সাহেদুর রহমান সাহেদ,সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক কল্যাণ কান্তি রায় সানী,রুমেন মিয়া,ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম,সায়মন হোসেন, তোফাজ্জল হক,আব্দুল আলীম, সুমন,আবু হেনা রনি,সজিব রায় দুর্জয়, এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। এছাড়াও সিলেট মহানগর জাসদের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বিবৃতিতে বলেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী সৈয়দ মহসিন আলীকে হারিয়ে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব নয়। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতি দাতারা হচ্ছেন, সিলেট মহানগর জাসদের সভাপতি এডভোকের্ট জাকির আহমদ, সাধারণ সম্পাদক নাজাত কবির, সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস আরবী, সংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, দপ্তর সম্পাদক, মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শেখ আব্দুস সোবহান, কেন্দ্রীয় মহাসচিব সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, যুগ্ম মহা সচিব শফিকুর রহমান (শফিক), সিলেট জেলা শাখার সভাপতি আফতাব উদ্দিন, মহানগর শাখার সভাপতি মো: নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, দপ্তর সম্পাদক কামাল মিয়া, সদর উপজেলার সভাপতি রবিউল ইসলাম (দারগা) প্রমুখ। । নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Exit mobile version