Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সরকার সৎ উদ্যেশে বেতন বৃদ্ধি করেছে আশা করি দুনীতি কমবে- এম এ মান্নান

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন বর্তমান সরকার সৎ উদ্যেশে সরকারী কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছে। আমরা আশা করি এই বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে দেশ থেকে দুনীতি কমবে। কারণ জীবনযাত্রার মানন্নোয়ন হলে হতাশাবোধ কাটবে। বিষয়টি ইতিবাচক দিক দিয়ে দেখা উচিৎ। তিনি বলেন. সরকার বৈষম্য দূর করে সরকারি অফিসারদেরকে অবমানকর অবস্থা তারিয়ে দিয়ে সবাইকে কর্মচারী হিসেবে অভিহিত করেছে। যা বড় অর্জণ হিসেবে তিনি অভিহিত করেন। মন্ত্রী এম এ মান্নান বলেন,৭৩ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করেছিলেন এবার আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা অষ্টম বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারী কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছেন। আমরা আশা করি এই বেতন কাঠামো দুর্নীতি কমবে। শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে বলেন, এটি একটি ভূল বুঝাবুঝি। শিক্ষকরা এই বেতনস্কেল বাস্তবায়নের আগে আলোচনা করতে পারতেন। আমরা এখন শিক্ষকদের সাথে আলোচনা করতে চাই। আমরা শিক্ষক দের সাথে আলোচনায় প্রস্তুুত আছি। তিনি বেসরকারী টেলিভিশন আরএফএল গোলটেবিল বৈঠকে প্রধান আলোচকদের আলোচনায় উপরোক্ত কথা বলেন। সাংবাদিক সেলিম ওমরাও খানের সঞ্চালনায় আলোচনায় অন্যানের মধ্যে অংশ নেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম,অর্থনীতিবীদ আহসান এইচ মনসুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড, মীজানুর রহমান,সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স,সাংবাদিক কাজী সিরাজ প্রমুখ।

Exit mobile version