1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে জগন্নাথপুরের আটপাড়া উচ্চ বিদ্যালয় - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৩ অপরাহ্ন

সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে জগন্নাথপুরের আটপাড়া উচ্চ বিদ্যালয়

  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৩২ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চ বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায়
সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে।
গতকাল শুক্রবার প্রকাশিত এসএসসি পরীক্ষায় ফলাফলে জগন্নাথপুর উপজেলা থেকে অংশ নেওয়া মাধ্যমিক পর্যায়ে ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আটপাড়া উচ্চ বিদ্যালয় ৮টি জিপিএ-৫ পেয়ে সর্বোচ্চ তালিকায় রয়েছে।

এর পরের স্থানে রয়েছে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৬টি জিপিএ-৫ পেয়েছে মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়। এছাড়া স্বরূপ চন্দ সরকারী উচ্চ বিদ্যালয় ৪টি, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ৪টি, ষড়পল্লী স্কুল এন্ড কলেজ ৩টি, নয়াবন্দর স্কুল এন্ড কলেজ ৩টি, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয় ৩টি,এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয় ৩টি,চিলাউড়া উচ্চ বিদ্যালয় ২টি,রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয় ২টি, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ১টি ও আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় ১টি জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও কারিগরি বিভাগ থেকে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় ৭টি জিপিএ-৫ পেয়েছে।
আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,জগন্নাথপুরের মধ্যে আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ৮জন শিক্ষার্থী। ১০৮ জন শিক্ষার্থী এসএসসিতে অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১০৫ জন। অকৃতকার্য হয়েছে ৩জন। পাশের হার ৯৭.২২ শতাংশ। তিনি এবারের ফলাফলে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুখলেছুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুরে এবারে ৫৫টি জিপিএ-৫ এসেছে। এরমধ্যে এসএসসিতে এসেছে ৪৭টি ও কারিগরি বিভাগে এসেছে ৮টি জিপিএ-৫।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com