Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সাংবাদিক শাকির হোসাইনকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সিলেটের প্রতিভাবাবন সাংবাদিক শাকির হোসাইনকে হত্যার হুমকি এবং তাঁর বাসভবনে গিয়ে পরিবার পরিজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদী মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। বুধবার দুপুর ১ টায় শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় দৈনিক ও সাপ্তাহক পত্রিকার সম্পাদকবৃন্দ, জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি পঙ্কজ দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাক’র নির্বাহী সম্পাদক মানব তালুকদার, সাপ্তাহিক সুনামগঞ্জের আলো’র ভারপ্রাপ্ত সম্পাদক আলী সিদ্দিক, দৈনিক আমাদের সময়’র জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল ২৪’এর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এ আর জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন,‘শাকির হোসাইন প্রতিভাবান সাংবাদিক, তিনি নিজের বস্তুনিষ্ট সাংবাদিকতা ও যোগ্যতায় এনটিভির সুনামগঞ্জ প্রতিনিধি থেকে সিলেটে এনটিভি অফিসে কাজ করেছেন। এখন তিনি মাছরাঙা’র স্টাফ রিপোর্টার। বস্তুনিষ্ট সাংবাদিকতার জন্য একটি লুটেরাচক্র তাকে হুমকি-ধামকি দিচ্ছে, আমরা সাংবাদিক শাকির হোসাইনের পাশে আছি, থাকবো এবং দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে দেশব্যাপি প্রতিবাদ গড়ে তুলবো।’
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে লেখক ও সাংবাদিক ইকবাল কাগজী, লেখক ও সংস্কৃতিকর্মী অভিজিৎ চৌধুরী, দৈনিক ইত্তেফাক ও বেসরকারি টেলিভিশন নিউজ ২৪’এর জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, ডেইলী বাংলাদেশ টুডে’এর প্রতিনিধি স্বপন সরকার চৌধুরী, দৈনিক সবুজ সিলেটের জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন, সাংবাদিক চন্দন চক্রবর্তী, দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার রেজাউল করিম, দৈনিক নবরাজ’এর জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক অর্থনীতি’র জেলা প্রতিনিধি রাজু আহমদ রমজান, দৈনিক বিজয়ের কন্ঠ’র স্টাফ রিপোর্টার আব্দুশ শহীদ, লেখক পলি রায়, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমন চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের ডাক’এর স্টাফ রিপোর্টার ফরিদ মিয়া, সাংবাদিক শাহীন আহমদ, চ্যানেল ২৪’এর ক্যামেরা পার্সন মেহেদী হাসান, চ্যানেল এস’র জেলা প্রতিনিধি জাকের আহমদ, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার দিলাল আহমদ, ডিপি নিউজ ভিডি.কম’এর জেলা প্রতিনিধি জুবের আহমদ, দৈনিক আলোকিত সুনামগঞ্জ’এর স্টাফ রিপোর্টার আল আমিন, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার লিপসন আহমদ, এনটিভি’র ক্যামেরা পার্সন শাহনুর রহমান সোহান, এটিএন বাংলার ক্যামেরা পার্সন কামরান আহমদ প্রমুখ।
মানববন্ধনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরী, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, প্রথমআলো বন্ধু সভার সভাপতি রাজু আহমদ, সহসভাপতি হায়দার আলী, যুবলীগ নেতা সিমন চৌধুরী, প্রথমআলো বন্ধু সভার সংগঠক রাজিব দে প্রমুখ সংহতি প্রকাশ করেন।

Exit mobile version