Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সাগরে ডুবে গেছে অভিবাসীদের নৌকা সাত শতাধিক মানুষ উদ্ধার

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে ডুবে যাওয়া একটি নৌকা থেকে প্রায় ৭ শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে, উদ্ধারকৃতরা বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা অভিবাসী এবং তারা পাচারের শিকার। স্থানীয় সময় শুক্রবার ভোরে এদের সমুদ্র থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আরোহীরা জানিয়েছেন, তাদের বহনকারী নৌকাটি মালয়েশিয়ায় ভিড়তে গেলে ওই দেশের নৌবাহিনী নৌকাটিকে ইন্দোনেশিয়ার জলসীমার দিকে তাড়িয়ে দেয়। পরে আচেহ প্রদেশের কাছে পৌঁছে নৌকাটি ডুবে যায়। পরে কয়েকটি মাছ ধরার নৌকা ডুবন্তদের উদ্ধার করে তীরে নিয়ে আসে।
উদ্ধারকৃতদের ইন্দোনেশিয়ার লাঙ্গসা নামের একটি স্থানে নেয়া হয়েছে বলে জানা গেছে।
লাঙ্গসা নগরীর পুলিশ প্রধান সুনারিয়া বলেছেন, ‘আমরা ডুবন্ত নৌকার আরোহীদের কাছ থেকে প্রাথমিকভাবে জানতে পেরেছি, মালয়েশিয়ার নৌবাহিনী তাদেরকে ইন্দোনেশিয়ার জলসীমার দিকে তাড়িয়ে দিয়েছিলো।’

উদ্ধারকৃত এই মানুষদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানায়নি ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।

এদিকে মালয়েশিয়ার গণমাধ্যমগুলো জানাচ্ছে, দেশটির পেনাং ও লাংকাওয়ি উপকূল থেকে নৌবাহিনীর টহল দল বুধবার অবৈধ অভিবাসীদের বহনকারী দু’টি নৌকা গভীর সাগরের দিকে ফিরিয়ে দিয়েছে। আচেহ প্রদেশে ডুবে যাওয়া নৌকাটি ওই দু’টি নৌকার মধ্যে একটি। দ্বিতীয় নৌকাটিও ইন্দোনেশিয়ার জলসীমায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এএফপি, স্টার অনলাইন মালয়েশিয়া, বাসস

Exit mobile version