নিজস্ব প্রতিবেদক-
ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন এবার তিন দিন ব্যাপী বনাঢ্য আয়োজনে নানা কর্মসূচী গ্রহণ করেছে। এসব কর্মসূচি ইতিমধ্যে জেলাজুড়ে প্রচার করা হয়েছে। জেলা প্রশাসনের এসব আয়োজনে ইসলামি পতাকা উত্তোলনের আদেশ জারি করা হয়েছে মর্মে প্রচারণা চালিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, সাতক্ষীরা জেলা প্রশাসন ঈদুল আজহা কে সামনে রেখে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচিতে ইসলামি পতাকা উত্তোলনের কোন আদেশ জারি করা হয়নি। দাপ্তরিক ভুলে কর্মসূচিতে এধরণের কথা উল্লেখ থাকায় তাৎক্ষণিক সংশোধন করা হয়েছে। এনিয়ে কোন ধরনের বিভ্রান্তিতে না পড়তে সাতক্ষীরাবাসীর প্রতি তিনি আহ্বান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসন বর্তমান সরকারের নির্দেশনা মেনে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রেখে ধর্মীয় রীতিনীতি সংস্কৃতি মেনে কাজ করছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মসূচি থেকে জানা গেছে, তিন দিন ব্যাপী কর্মসূচিতে ঈদ মোবারক খচিত ব্যনার ফেস্টুন ও তোরন দিয়ে শহর সজ্জিত করণ। সূর্যোদয়ের সাথে সাথে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে সাতটায় কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রথম জামাত আদায়,দুপুরে,হাসপাতাল, জেলখানা সরকারি শিশু পরিবার, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশ,ঈদুল আযহার গুরুত্ব সম্পর্কে আলোচনা, শিশুদের ঈদ পূর্নমিলনী।
সাতক্ষীরার জেলার এক প্রবীণ শিক্ষক জানান,সাতক্ষীরা জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ হুমায়ুন কবির এ জেলায় যোগদানের পর থেকে সাতক্ষীরা কে একটি সমৃদ্ধ উন্নত জেলায় রূপান্তর করতে কাজ করছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মসূচি নিয়ে বিভ্রান্ত ছড়ানোর অবকাশ নেই।