Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সিলেটবাসী আনন্দিত সিলেট-ঢাকা মহাসড়র চারলেনের চুক্তি সই

স্টাফ রিপোর্টার:: ঢাকা সি‌লেট মহাসড়ক চার‌লে‌নে উন্নীতকরণ প্রক‌ল্পের ফ্রেমওয়ার্ক চুক্তি সই করা হ‌য়ে‌ছে।

‌রোববার (৯ অক্টোবর) দুপুর সা‌ড়ে ১২টায় ‌রাজধানীর হো‌টেল র‌্যাডিস‌নে চায়না হার্বার ইঞ্জি‌নিয়ার এবং বাংলা‌দে‌শের সড়ক ও জনপথ অ‌ধিদপ্ত‌রের ম‌ধ্যে এ চু‌ক্তি সই হয়। প্রকল্প‌টি জি টু জি ভি‌ত্তি‌তে বাস্তবায়ন হ‌বে।

এ প্রকল্প বাস্তবায়ন হলে তিন ঘণ্টারও কম সময়ে ঢাকা-সি‌লে‌টে যাতায়াত করা যা‌বে। চারলে‌নের পাশাপা‌শি দু’‌টি আলাদা সার্ভিস লেন থাক‌বে, যেখা‌নে স্লো মুভিংয়ের গা‌ড়ি চলাচল করবে। প্রকল্পের আওতায় ব্রিজ নির্মিত হ‌বে ৭০‌টি।

সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের ব‌লেন, এ প্রক‌ল্পে সম্ভাব্য ব্যয় ধরা হ‌য়ে‌ছে প্রায় ১৭ হাজার কো‌টি টাকা। চীন দ্রুতগ‌তি‌তে কাজ‌টি কর‌বে। ২০১৮ সা‌লের শেষ দি‌কে অথবা ২০১৯ সা‌লের শুরুর দি‌কে সড়ক‌টি চালু হ‌বে বলে আশা করা যায়।

Exit mobile version